সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গত ৮ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তার নেতৃত্বে জেলা শহরের নিউ ঢাকা রোডে ঝটিকা মিছিল বের করে দ্রæত পালিয়ে যায়। এ ঝটিকা মিছিলের পর পুলিশ ওনদিন রাতেই অভিযান চালিয়ে জেলা জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।